কাতার বিশ্বকাপে বর্জিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিলো সার্বিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেই চোট পেয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ম্যাচের ৮০ মিনিটে চোটের কারণে মাঠ থেকে উঠে আসেন তিনি , বেঞ্চে বসে কাদতেও দেখা গিয়েছিলো তাকে। নেইমারের চোট পাওয়ায় কারণে মণ ভেঙেছে কোটি কোটি ব্রাজিল সমর্থক দের। সুইজারল্যান্ড এর বিরূদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বেঞ্চেও দেখা যায়নি নেইমারকে।
তবে ৩ তারিখ গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও খেলতে দেখা যাবে না নেইমারকে। কিন্তু চোটের কারণে বিশ্বকাপকে বিদায় জানায়নি নেইমার , তিনি ইন্সটাগ্রামে একটি পোস্ট এর মধনে আগেই জানিয়েছে যে ” আমি নিশ্চিত আমার প্রত্যাবর্তনের সুযোগ থাকবে কারণ আমি আমার দেশকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব”।সুইৎজ়ারল্যান্ডের বনাম ব্রাজিলের ম্যাচটি হোটেলে বসেই দেখেন নেইমার। ম্যাচটি ব্রাজিল জেতার পর সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন তিনি। তখনই দেখা গিয়েছিল তার ডান পায়ের গোড়ালি ফুলে রয়েছে। চোট পেয়েছে ব্রাজিলের আরো দুটি খেলোয়াড় ড্যানিলো ও অ্যালেক্স স্যান্দ্রো ।
ব্রাজিলের আরেক খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র জানিয়েছে, ‘‘নেইমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’ এছাড়াও জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে তার। চিকিৎসককে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার কবে সুস্থ হতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বলতে পারেননি চিকিৎসকেরা।