ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে ঢুকলো গাড়ি;অভিযুক্তকে গ্রেপ্তার
ব্রিটিশ প্রধানন্ত্রীর বাসভবনে গাড়ির ধাক্কা, ঋষি সুনাকের বাড়ির সামনে সৃষ্টি হলো চাঞ্চল্যকর পরিবেশ। জানা গিয়েছে ঘটনার সময়ে বাসভবনেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিকেল চারটে বেজে কুড়ি মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, যদি প্রধানমন্ত্রীই না সুরক্ষিত থাকে তাহলে জনগণের সুরক্ষা কোথায়? জানা যায়, চলতি সপ্তাহেই হোয়াইট হাউসেও একইরকমভাবে হামলা চালিয়েছিল এক ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া।
স্থানীয় পুলিশি সূত্রে জানা গেছে, ১০ ডাউনিং স্ট্রিটের গেটে এসে সজোড়ে ধাক্কা মারে একটি গাড়ি, আনুমানিক সময় ৪:২০। ঘটনাস্থলেই গাড়ি চালককে ধরে ফেলেন ব্রিটিশ পুলিশ।বিশদে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্তলে নিজের বাসভবনের কাজে ব্যস্ত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।এই রকম ঘটনা ঘটায় আধিকারিকরা বাড়ি থেকে বেরোনোর জন্য মানা করে দিয়েছেন প্রধানমন্ত্রীকে।কিন্তু জরুরী কাজে ওনাকে বেরিয়ে যেতেই হয়।তাই ওনার সাথে আধিকারিকরাও বেরিয়ে যান।এই ব্যাপার নিয়ে তদন্তে ব্রিটিশ পুলিশ।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করা ব্যক্তিটিকে গ্রেপ্তার করেন ব্রিটিশ পুলিশ।ধূসর রঙের একটি গাড়ি সটান ধাক্কা মেরেছে ১০ ডাউনিং স্ট্রিটের গেটে। সাদা চুলওয়ালা এক বুড়ো লোককে পুলিশ ধরে নিয়ে যায় বলে জানা গেছে। প্রশ্ন এখন কেন রাষ্ট্র নেতার সাথে এমন হচ্ছে? তা নিয়ে প্রশ্ন জনগণের মনে।