IMG_20230524_151736

শিবানী দেবী ও শাহরুখ খানের ভিডিও কলে কথা। Image : India Today

ভক্তের ইচ্ছা পূরণ করলেন কিং খান |

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

“শাহরুখ খান” এমন একজন মানুষ, যার দর্শন পাওয়ার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে থাকেন | যাকে কেউ বলেন স্বপ্নের বাদশাহ আবার কেউ বলেন বলিউডের কিং খান | কিন্তু তাকে সামনাসামনি দেখার প্রবল ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হওয়াটাই যেন এক স্বপ্নের মতো | তবে খড়দহ বাসিন্দা শিবানী চক্রবর্তীর এই ইচ্ছা পূরণ করলেন স্বয়ং কিং খান |

 

খড়দহ-র দক্ষিণপল্লীর কালীমন্দির এলাকার বাসিন্দা শিবানী চক্রবর্তী, বয়স ৬০ বছর | তিনি সেই রোগে আক্রান্ত যেই রোগ থেকে বেঁচে ফিরে আসা যায়না অর্থাৎ মরণ রোগ ক্যান্সার | সেই রোগের শেষ স্টেজে দাঁড়িয়ে তার জীবনের শেষ ইচ্ছা ছিল নিজের চোখে শাহরুখ খানকে সামনাসামনি দেখার | মায়ের শেষ ইচ্ছার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন মেয়ে প্রিয়া চক্রবর্তী | এই ভিডিও তার কাছে পৌঁছতেই ভক্তের শেষ ইচ্ছা পূরণে আগ্রহী হয়ে ওঠেন বলিউডের বাদশাহ | বেশি সময় নষ্ট না করে সরাসরি “মান্নাত” থেকে ভিডিও কল করেন বাদশাহ | শিবানী দেবী ও তার স্বপ্নের মানুষ অর্থাৎ শাহরুখ খানের কথা হয় প্রায় আধঘন্টা ধরে | শাহরুখ খান শিবানী চক্রবর্তীকে বলেন, যে তার হাতের তৈরী রান্না মাছের ঝোল খাবেন এবং যখন শিবানী দেবী তার মেয়ের বিয়েতে কিং খানকে থাকতে বলেন সেই কথাতেও তার সম্মতি জানিয়েছেন |

 

শিবানী দেবীর পরিবার সূত্রে খবর, শাহরুখ খান যখন কলে ছিলেন তখন তার আচরণে বোঝাই যায়নি তিনি বলিউড ষ্টার, আর দশজন সাধারণ মানুষের মতোই কথা বলেন তার ভক্তের সাথে | শাহরুখ খান শিবানী দেবীকে সবরকম আর্থিক সাহায্য করার কথাও বলেন এবং এও বলেন যে কাজের ফাঁকে সময় হলে তিনি সামনাসামনি দেখা করবেন তার অন্যতম ভক্ত শিবানী দেবীর সাথে |

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request