পর্বত আরোহণ করতে গিয়ে পর্বতারোহীদের বিপদে পড়া নতুন কিছু নয়। কখনো তারা বিপদের মুখ থেকে ফিরে আসতে পারে আবার কখনো পারে না। আবারও এমনই ঘটনা ঘটলো দুইজন পর্বতারোহীদের সঙ্গে। তবে মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে নয় বিপত্তি ঘটে কাশ্মীরের সোনমার্গ অঞ্চলের থাজিওয়াস হিমবাহ আহরণ করতে গিয়ে। এই হিমবাহ আহরণ করার সময়ই বরফে আটকে পড়ে দুই পর্বতারোহী। রবিবার সন্ধ্যায় ভারতীয় বায়ু সেনার তৎপরতায় রক্ষা পায় দুই পর্বতারোহী। বর্তমানে দুই পর্বতারোহীকে শ্রীনগরের ভারতীয় বায়ুসেনার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।দুই পর্বতারোহী মধ্যে এক জনের নাম জিশান মুস্তাক এবং অন্যজনের নাম ফয়জল ওয়ানি।দুই পর্বতারোহী মধ্যে এক জনের হাড় ভেঙেছে এবং দীর্ঘ সময়ে বরফে আটকে থাকার কারণে দুই জনেরই শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক তাই কমে গেছে।
শ্রীনগরের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপত্র জানিয়েছেন, হেলিকপ্টার রাউন্ড দেওয়ার সময় দেখতে পায় থাজিওয়াস হিমবাহে দুই জন বরফে আটকে রয়েছে। অনেক চেষ্টা কোনো সমতল জায়গা না থাকায় হেলিকপ্টার কে ওখানে নামানো সম্ভব হয় না। এর পর শ্রীনগরের বায়ুসেনা দের খবর দিলে তারা তৎপরতার সাথে উদ্ধার করে জিসান মুস্তাক ও ফয়জল ওয়ানি নামে দুই পর্বতারোহী কে।
প্রসঙ্গত উল্লেখ্য এই উদ্ধার কাজের জন্য ভারতীয় বায়ুসেনা সাহায্য নিয়েছিল ‘এএলএইচ এমকে ৩’ নামক হেলিকপ্টারের।