ind-aus-women-cricket

মহিলাদের T 20 বিশ্বকাপকে বিদায় জানলো ভারত। Image : The Indian Express

মহিলাদের T 20 বিশ্বকাপকে বিদায় জানলো ভারত, ফের স্বপ্নভঙ্গ ভারতের।

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

জয়ের খুব কাছে পৌঁছেও বিশ্বকাপে হারের মুখ দেখতে হলো ভারতকে। ম্যাচের শুরুটাই ভারতের জন্য খারাপ হয়েছিল। সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে বল করতে নামে ভারত। শুরু থেকেই নিয়ন্ত্রণহীন বোলিং করে ভারতীয় বোলাররা। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়ার দুই ওপেনার ইয়ান হিলি ও বেথ মুনি সাবলীল ব্যাটিং করতে থাকেন।

৫২ রানের মাথায় অস্ট্রেলিয়া প্রথম উইকেটে হারায় । উইকেটের পিছনে দাঁড়িয়ে ভাল স্টাম্প করেন বাংলার রিচা ঘোষ। কিন্তু তার পরেই পর পর দু’ওভারে দু’টি ক্যাচ মিস করে ভারত। প্রথমে ১ রানের ম্যাথায় ল্যানিংয়ের ক্যাচ ফস্কান রিচা। পরের ওভারে ৩২ রানের মাথায় বেথ মুনির ক্যাচ ফস্কান রাধা। অর্ধশতরান করেন মুনি। ৫৪ রানের মাথায় তাঁকে আউট করেন শিখা পাণ্ডে। দুই ওপেনার ফেরার পরে রান করার গতি কিছুটা কমে গিয়েছিল অস্ট্রেলিয়ার। ১৪ ওভারে ৯৯ রান হয়েছিলো অস্ট্রেলিয়ার। শেষের ৬ ওভারের প্রতি ওভারে ৪/৬ মারতে থাকে ল্যানিং ও অ্যাশলি গার্ডনার। ল্যানিং কে স্টাউম্প আউট করার সুযোগ হারায় রিচা। ফলে দ্রুত রান উঠটতে থাকে অস্ট্রেলিয়ার। শেষ ওভারে ১৮ রান দেয় ভারত। ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রানে করে অস্ট্রেলিয়া।

ভারতীয় ইনিংসের শুরুটা খুব খারাপ হয়েছিলো, মাত্র ৪ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। প্রথমে মেগান শুটের বলে এলবিডব্লিউ হয়ে উইকেটে হারায় শেফালি বর্মা। পরের ওভারেই স্মৃতি মন্ধানাকে ২ রানের মাথায় আউট করে গার্ডনার। ৪ রান করে রান আউট হয়ে যান যস্তিকা ভাটিয়া। এক লজ্জার হার হারতে চলেছিল ভারতের। কিন্তু সেখান থেকে অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে মাঠে টিকে থাকে জেমাইমা। প্রতি ওভারে বড় শট মারছিলেন ভারতের দুই ব্যাটার। আস্তে আস্তে জয়ের দিকে এগোতে থাকে ভারত। ৫০ রানের জুটি বাঁধেন হরমনপ্রিত ও জেমাইমা, শেষ ১০ ওভারে ভারতের জিততে দরকার ছিল ৮০ রান। ক্রিজে টিকে ছিলেন হরমনপ্রিত ও জেমাইমা। ঠিক যখন মনে হচ্ছিল, এই জুটি ভারতকে জয়ে নিয়ে যাবে ঠিক উইকেটে হারায় জেমাইমা। ২৪ বলে ৪৩ রান করে ডার্সি ব্রাউনের বলে আউট হলেন জেমাইমা। জেমাইমা আউট হওয়ার পরে হরমনের সঙ্গে মিলে দলের রানকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল রিচার উপর। সময় যত গড়াল তত ম্যাচের দখল নিজেদের দখলে আনছিল ভারত। মাত্র ৩২ বলে নিজের অর্ধশতরান করলেন হরমনপ্রিত। অথচ ম্যাচের আগের দিন হরমনপ্রিত খেলবেন কি না ত নিশ্চিত ছিল না। ৫২ রানের মাথায় রান আউট হয়ে উইকটে হারায় হরমনপ্রিত। হারতে থাকা ম্যাচ জেতার একটা সুযোগ পেয়ে যায় অস্ট্রেলিয়া। ১৪ রান করে আউট হন রিচা। জয়ের কাছে গিয়েও হারের মুখ দেখতে হলো ভারতকে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request