পরিবারের স্বস্তির নিঃশ্বাস,অবশেষে বাড়ি ফিরলেন পিয়ালী বসাক। চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক জয় করলেন মাকালু পর্বত।পিয়ালি বাড়ি ফিরতেই প্রতিবেশীরা উপস্থিত হন তাঁর বাড়িতে। তাঁরা ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান পিয়ালিকে।এই পাহাড় জয় তাকে যেন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।গত ১৭ ই মে মাকালু পর্বতের এক তুষার ঝড়ে আটকে গিয়েছিলেন তিনি।মাকালু শৃঙ্গ জয় করে ফেরার পথে অসুস্হ হয়ে পড়েছিলেন পিয়ালী, তুষার ঝড়ে আটকে থাকার কারণে ঠান্ডাতে তার নিউমোনিয়া হয় এবং তাকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয় ।
মাকালু জয় করে মৃত্যুর মুখ থেকে ফিরলেন পিয়ালী বসাক।মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ২২ঘন্টা ধরে তুষার ঝড়ের সাথে মোকাবিলা করে পিয়ালী।পাহাড়ের উপর একটানা বরফে উপর দাঁড়িয়ে থাকতে হয় পিয়ালিকে,অতিরিক্ত ঠান্ডার কারণে পিয়ালীর পায়ের চারটি আঙ্গুল নিস্তেজ হয়ে যায়। ওই অবস্থাতেই পিয়ালী নিচে নেমে আসে এবং তাকে পরবর্তীকালে অসুস্থ অবস্থায় কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুধু আঙ্গুলের ক্ষত তা নয় তার সাথে অতিরিক্ত ঠান্ডার কারণে পিয়ালীর নিউমোনিয়াও ধরা পড়ে। হাসপাতালে থাকলেও পিয়ালী তার পরিবার এবং তার অসুস্থ বাবার জন্য বাড়ি যেতে চাই এবং অবশেষে দেড় সপ্তাহ পর হসপাতাল থেকে ছাড়া পেয়ে সে বাড়ি ফিরে যায়।
শুধু যে মাকালু যে তা নয় ইতিমধ্যেই পিয়ালি যতগুলি আট হাজারি পর্বতশৃঙ্গ আছে, তাঁর মধ্যে অন্নপূর্ণা, লোৎসে, ধৌলাগিরি-সহ মোট ছটি ৮০০০ উচ্চতাসম্পন্ন পর্বতশৃঙ্গ তিনি জয় করেছেন। মেয়েরা কোন দিক থেকেই পিছিয়ে নয়,এক সাহসী ও লড়াকু মেয়ে হিসেবে প্রমাণ করে দিলেন পিয়ালী বসাক।