images (20)

মাদ্রিদ ডার্বিতে জয়ী রিয়াল মাদ্রিদ , ঘরের মাঠে হার অ্যাথলেটিকো মাদ্রিদ এর

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মদ্রিদ এর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোল হারায় রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড অর্থাৎ মেট্রোপলিটানো স্টেডিয়াম ( Metropolitano stadium) খেলা হয়েছিলো এই ম্যাচটি। মাদ্রিদ ডার্বি নিয়ে স্পেনের ক্যাপিটাল মাদ্রিদের এই দুই দলের সমর্থকদের মধ্যে ছিলো দারুন উত্তেজনা। ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ এর লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ করে বর্ণবাদী গান গেয়েছিলো অ্যাথলেটিকো মাদ্রিদ এর সমর্থকেরা , তাসত্ত্বেও রিয়াল মাদ্রিদের জয়রথ থামাতে অসফল হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। অবশেষে ম্যাচে জয় হয় কার্লো আনসেলোত্তির দল রিয়াল মাদ্রিদ এর।

চোটের কারণে রিয়াল এর মূল সেন্টার ফরওয়ার্ড করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। তবে ম্যাচে কোনো ভাবেই বোঝা যায়নি বেনজেমার অভাব। ম্যাচ শুরুর ১৮ মিনিটে একটি দুর্দান্ত গোল করে রদ্রিগো, ১ গোল এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৩৬ মিনিটে আসে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল এই গোলটি করে ফেদেরিকো ভালভের্দে। তবে এই গোলটি হতে পারতো ভিনিয়াসিয়াস এর , অ্যাথলেটিকোর ডিফেন্ডার দের পিছনে ফেলে গোল পোস্টের সামনে এসে শট নিয়েছিল ভিনি জুনিয়র দুর্ভাগ্য বশত বল টি বার পোস্টে লেগে এগিয়ে যায় ফেদেরিকো ভালভের্দের দিকে। ভালভের্দের নিখুঁত ফিনিশিং এর ফলে ২ গোল এগিয়ে যায় রিয়াল। ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিলো পুরো পুরি রিয়াল মাদ্রিদের দখলে। ম্যাচের ৪৩ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে গোল করে মারিও হারমোসো। ৪ মিনিটে এক্সট্রা টাইম খেলা হয় এই ম্যাচে, ম্যাচের শেষ ১০ মিনিটে একধিক বার চেষ্টা করেও দ্বিতীয় গোলটি খুঁজে নিতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ।

এই ম্যাচে বল পজিশনের ৫৪ শতাংশ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের দখলে। রিয়ালের থেকে বেশি পাস এই ম্যাচে খেলেছে ছিলো অ্যাথলেটিকোর খেলোয়াড়রা। গোটা ম্যাচে ১৬টি ফাউল করেছে রিয়াল মাদ্রিদ সেখানে অ্যাতলেটিকো মাদ্রিদ ফাউল করেছে ১৫টি তবে অ্যাথলেটিকো মাদ্রিদের এই ম্যাচের গোল স্কোরার মারিও হারমোসোকে ৯১ মিনিটে লালকার্ড দেখতে হয়েছিল। গোল লক্ষ্য করে শটও বেশি নিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। ১২টি শটের মধ্যে ৪টি ছিলো টার্গেটে। সেখানে রিয়াল মাদ্রিদ মোট ছয়টি শটের মধ্যে তিনটি টার্গেটে ছিলো। পরিসংখ্যান এবং দাপটের দিক থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়ালের থেকে অনেকটা এগিয়ে ছিল। তবে ম্যাচের শেষে জয়ী হয় রিয়াল মাদ্রিদ। এখনো পর্যন্ত এই মৌসমে ৬ টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, ৬টির মধ্যে ৬টি ম্যাচ জিতে লালিগার (LALIGA) ২০২২-২৩ মৌসুমের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request