ইন্টার মিলানকে ১-০ গোলে পরাজিত করে সদ্য ইউসিএল চ্যাম্পিয়ন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলার মুখে এবার অন্য সুর । ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র মোতাবেক ম্যান সিটির দায়িত্ব ছাড়তে চাইছেন পেপ । তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করার পরেও কেনো এই বিষাদের সুর কোচের মুখে এ নিয়ে জল্পনায় ফুটবল মহল । তাহলে কী ম্যান সিটিতে কোনো অসুবিধার সম্মুখীন কোচ ?
সব জল্পনার অবসান ঘটিয়ে পেপ গুয়ার্দিওলা একটি প্রেস কনফারেন্সে জানান , তিনি ক্লাব কোচিং থেকে ছুটি চাইছেন , কোচিং থেকে নয় । ম্যান সিটির সাথে কোচের চুক্তি ২০২৩ পর্যন্ত হয়েছিল । তাই এই চুক্তি শেষ করে তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে ইচ্ছুক বলে জানান । এর আগেও তাকে এরকম সিদ্ধান্ত নিতে দেখা গেছে । কোচিং কেরিয়ারে লা-লিগা , চ্যাম্পিয়ন্স লিগ , বুন্দেশলিগা , প্রিমিয়ার লিগের মত ট্রফি রয়েছে পেপ গুয়ার্দিওলার ট্রফি ক্যাবিনেটে। স্পেন , জার্মানি , ইউরোপের পর তিনি দক্ষিণ আমেরিকার ফুটবলের স্বাদ নিতে আগ্রহী । তাই কোপা আমেরিকায় কোন জাতীয় দলের কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলা যুক্ত হন তা দেখা শুধু সময়ের অপেক্ষা ।
তিনি ইন্টারভিউতে জানান, ”সাত বছর একটা ক্লাবে কাটানোর পর একটা বিরতি চাই। পরবর্তী ধাপ কোনও জাতীয় দল। আমার ইচ্ছে দক্ষিণ আমেরিকার কোনও দলকে কোচিং করানোর। কোপা আমেরিকা খেলার অভিজ্ঞতাটা সংগ্রহ করতে চাই। ”