বিভিন্ন মানুষ পৃথিবীতে আসেন এবং চলে যান। তবে বিশেষ কিছু মানুষ তার কর্মের ভিত্তিতে এই পৃথিবীতে অমর হয়ে থাকেন। ২০২০ সালের ৩০শে এপ্রিল ঋষি কাপুর সকলকে ছেড়ে চলে গেলেও আজও তার বিখ্যাত কিছু চলচ্চিত্রের মাধ্যমে তিনি আমাদের মনের মধ্যে রয়ে গেছেন। ২০২০ সালে তার অভিনীত শেষ ছবি ” শর্মাজি নমকিণ ” আগত ৩১ শে মার্চে মুক্তি পাচ্ছে। ছবিটি অ্যামাজন প্রাইমের ওটিটি প্ল্যাটফর্মে আসছে। ” শর্মাজি নমকিন ” চলচ্চিত্রটি সম্পূর্ণ হবার আগেই ক্যানসারের কারণে মৃত্যু হয় ঋষি কাপুরের। ছবিটির প্রায় নব্বই ভাগ সম্পূর্ণ হলেও বাকি ছবিটি সম্পূর্ণ করেন বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল।
হীতেশ ভাটিয়ার পরিচালনায় ” শর্মাজি নমকিন ” ছবিটি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’ ও ‘ম্যাকগাফিন পিকচার্সের’ প্রযোজনায় তৈরি হয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমেই পরিচালক হীতেশ ভাটিয়া ডেবিউ করছেন। ঋষি কাপুর ও পরেশ রাওয়াল ছাড়াও এই চলচ্চিত্রে রয়েছেন জুহি চাওলা, শিবা চাড্ডা , সুহেল নায়ার, সতিশ কৌশিক ও ইশা তালওয়ার ।
এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর। ছবিটির মূল গল্পে রয়েছে একজন অবসরপ্রাপ্ত মানুষের কথা। যিনি রান্নার মধ্যে খুঁজে পেয়েছেন নিজের মুক্তি। সব মিলিয়ে চলচ্চিত্রটি হালকা ছলের নতুন যুগের গল্প। এছাড়া এটি ঋষি কাপুর অভিনীত শেষ ছবি তাই এই ছবিটির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তার অনুগামী অথবা চলচ্চিত্র প্রেমীদের কাছে।