এক অভিনব মর্যাদায় সম্মানিত হতে চলেছেন লিওনেল মেসি। কনমেবলের জাদুঘরে ফুটবল সম্রাট পেলে ও কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মূর্তির পাশে বসানো হবে আর্জেন্টিনা অধিনায়কের মূর্তি। ফুটবল জগতে নিজের এই অনন্য অবদানের খবরে আপ্লুত হয়ে তিনি জানান “স্বপ্নেও কখনো ভাবিনি এরকম কিছু আমাকে নিয়ে হতে পারে,খেলা শুরুর সময় আমার একমাত্র স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়া, জীবনে ঠিক সেগুলোই করা যেগুলো আমি ভালোবাসি তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করেছি ,বহুবার পরাজয় সম্মুখীনও হয়েছিলাম কিন্তু চিরকাল সামনের দিকেই তাকিয়েছি আমি”। মেসি আরও বলেন “আমার কাছে বড় ব্যাপার ছিল ফুটবল উপভোগ করা ,শুধু তাই নয় প্রতি মুহূর্তে চেষ্টা করেছি জয়ী হতে চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে।চিরকাল মনে হতো স্বপ্ন সত্যি করতে হলে লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লড়াই থেকে সরে গেলে চলবে না, এই খেলাটা চেয়ে সুন্দর কিছু হতে পারে ভাবিনি কখনো।
কাতারে ৩৬ বছর পরে আর্জেন্টিনা বিশ্বজয় করেছে নিশ্চয়ই এবং অনবদ্য ফুটবলের সৌজন্যে ঐতিহাসিক এই ঘটনাকে স্বীকৃতি দিতে যাচ্ছে কনমেবল , সম্রাট পেলে ও কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মূর্তির পাশে স্থাপন করে । মেসিকে কাতারে সাফল্যের জন্য এক বিশেষ স্মারক দেওয়া হয়েছে সোমবার। ৩৫ বছর বয়সে করেছেন দেশের জার্সি পরে ৯৯টি গোল ।ভারতীয় সময় বুধবার পাঁচটায় মারাদোনার দেশে ফিফা ফ্রেন্ডলি খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ কুরাকাওয়ে । আর্জেন্টিনা অধিনায়কের সামনে রয়েছে দেশের জার্সিতে শততম গোল করার সুযোগ।কনমেবলের দেওয়া জয়ের জন্য সংবর্ধনা ও স্মারক হাতে নিয়ে মেসির ছবি তোলা হয় তারই মূর্তির কাছে দাড় করিয়ে কিংবদন্তি তারকা নিজের মূর্তি স্পর্শ করে ,খানিক মজাও করেন ।প্যারাগুয়ের লোকেতে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সদর দপ্তরে হয় এই অনুষ্ঠানটি।