এখন পৃথিবীতে শক্তিশালী দেশ গুলির তালিকায় রাশিয়া অন্যতম।এখন পশ্চিমী দেশগুলি তথা আমেরিকার দিকে কামানের মুখ ঘুরিয়ে দিয়েছেন রাশিয়ার প্রধান মন্ত্রী সের্গেই লাভরভ। দিল্লিতে জি২০ এর বিদেশমন্ত্রী দের বৈঠক হয় বৃহস্পতিবার সেখানে মূলত আলোচনা হয়েছিলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। সেখানে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি রাশিয়া এবং আমেরিকার সংঘাতের কারণে।
লাভরভের কথা অনুযায়ী শুধু গোটা জি২০ ইউক্রেন নিয়ে পড়ে আছে। জি২০ তৈরী হয়েছিলো অর্থনৈতিক বিষয় কে নিয়ে আলোচনার জন্য। লাভরভ আরো বলেন যে এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে রাশিয়া যখন নিজেকে বহুবছর বাঁচানোর চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে শুধু মাত্র ওটা নিয়েই কথা বলা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে পশ্চিমের দেশগুলিকে দুষেছেন রাশিয়ার মন্ত্রী অন্য দিকে, জি২০ বৈঠকের ভিতরে ও বাইরে আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সরব হয়েছিলেন রাশিয়ার আগ্রাসন নিয়ে। তিনি লাভরভের সাথে আলোচনাও করেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করা নিয়ে।
লাভরভ বলেন, পশ্চিম বিশ্ব ব্ল্যাকমেলের রাজনীতিকে এগিয়ে নিয়ে চলেছে। সার্বিয়া তে কখন বোমা ফেলা হয়েছিলো তা তাঁদের মনে নেই। আমরা আসলে একটা যুদ্ধ থেকে বাঁচার লড়াই করছি শুধু। পশ্চিমের দেশগুলিকে দোষ দিলে হবে না ভারত আর চিন কে একই বন্ধনির মধ্যে রাখছে এবং দুই রাষ্ট্র কে মস্কোর কাছে বন্ধু হিসেবে তুলে ধরছে। লাভরভ বলে যে চিন আর ভারত এর সাথে আমাদের সম্পর্ক খুব ভালোই আছে। একে অন্যের সঙ্গে লড়িয়ে দেয়াটা আমাদের কাজ না এই প্রকারের কাজ অন্য গোষ্ঠী করে থাকে কিছু নীতির নামে।