রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মরিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধ করতে গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ দফা শান্তি-সূত্রের প্রস্তাব দিয়েছিলেন জ়েলেনস্কি। তাঁর প্রশাসনের পদস্থ আধিকারিকদের কথায় এর পোশাকি নাম ‘ইউক্রেন শান্তি ফর্মুলা’। ইউক্রেনের প্রেসিডেন্ট চান, আগামী মাসে ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’-এ এই নিয়ে আলোচনা হোক।
সপ্তাহ তিনেক আগে জাপানের হিরোশিমা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাপানের হিরোশিমায় আয়োজিত জি৭ বৈঠকে মোদী এবং ইউক্রেনের প্রেসিডেন্টের পার্শ্ববৈঠকও হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন জ়েলনস্কিকে যে যতটা সম্ভব তিনি সাহায্য করবে এ বিষয়ে। প্রসঙ্গত, মোদী-জেলেনস্কির ওই বৈঠকে উপস্থিত ছিলেন NSA ডোভাল।
গত কাল রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির কার্যালয়ের কর্তা আন্দ্রে ইয়ারমাকের সঙ্গে শান্তি-সূত্র নিয়ে কথা বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
পরে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তিনি। সেখানে ইয়ারমাক বলেন, “গ্লোবাল পিস সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করুক, এটা আমরা চাইছি। শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইউক্রেনে শান্তি ফেরা কতটা জরুরি, তা সাম্প্রতিক অতীতের ঘটনাগুলি থেকে প্রমাণিত। আশা করছি এতে অংশগ্রহণ করবে ভারত।”
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, ভারত-রাশিয়া মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আমার সবাই জানি। সেখানে ভারত রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার কথা বললে কিছুটা কাজ হতে পারে বলে মনে করছে সবাই। তবে, ভারতের পক্ষে সেই ভূমিকা পালন করা কঠিন বলেই মনে করে কূটনৈতিক মহল। কারণ সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে। যা কোনও অবস্থাতেই চাইবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।