রাশিয়া – ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে ডাক্তারি পাঠরত কয়েক লক্ষ ভারতীয় ছাত্র – ছাত্রী ভারতে ফিরে আসেন। তবে ভারতে ফেরত ছাত্র – ছাত্রীদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে বহুবার তৃণমূল কংগ্রেস সংসদে সরব হয়েছে। এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউক্রেন থেকে ফেরত ডাক্তারি পাঠরত ভারতীয় ছাত্র – ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বহুবার আলোচনা হয় সংসদেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া লোকসভায় তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দোপাধ্যায় কে চিঠি দিয়ে জানিয়েছেন – ইউক্রেনে যে সব পড়ুয়ারা চলতি বছরে ৩০ জুনের মধ্যে পাঠক্রম শেষ করে ডিগ্রি পেয়েছে তাদের যাতে ভারতে বিভিন্ন ইউনিভার্সিটিতে দু – বছরের জন্য ইন্টারশিপ করার ব্যবস্থা করা হয়, তা তিনি দেখবেন।
গত ২১ শে মার্চ তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় লোকসভায় জিরো আওয়ারে পুরো বিষয়টি তুলেছিলেন। এই পুরো বিষয়টি নিয়ে বারংবার ইউক্রেনের সাথে ভারতের সরকারি স্তরে বৈঠক হয়। তাছাড়াও ভারতে ফেরত ছাত্র ছাত্রীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল ভারত সরকার।বর্তমানে বিদেশের পড়ুয়াদের কথা ভেবে একাডেমিক মবিলিট প্রোগ্রাম নীতি হাতে নিয়েছে ইউক্রেন সরকার। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক স্থাপন যার লক্ষ্য। ইউক্রেন সরকার তাদের সিদ্ধান্তে ঘোষনা করেছে যে ইউক্রেনে পাঠরত ছাত্র-ছাত্রীরা, যাঁরা এইমুহূর্তে নিজেদের দেশে রয়েছেন তাঁরা সেই দেশের বিশ্ববিদ্যালয় গুলিতে নিজেদের অসমাপ্ত পঠনপাঠন শেষ করতে পারবেন।