378110-mitaliraj_11zon

সোশ্যাল মিডিয়ায় ঘোষণা :আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে অবসর মিতালী রাজের

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মিতালী রাজ। তার কথা সবসময় মহিলা ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মিতালী রাজ ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক। আন্তর্জাতিক একদিনের খেলায় সর্বোচ্চ রান করেছেন তিনি । তিনি মোট ৮৯ টি টি – টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২৩৬৪ রান এবং ১২ টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৬৯৯ রান। মিতালী রাজ ভারতের হয়ে খেলে মোট রান করেছেন ৭৮০৫ রান।

সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, “সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য সকলের আশীর্বাদ চাইছি। ছোটবেলাতেই ভারতের নীল জার্সি পরার স্বপ্ন দেখেছিলাম। দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবথেকে সম্মানের। সব যাত্রাই একদিন শেষ হয় , সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।” তিনি আরও লেখেন , “জাতীয় দলে সুযোগ পাওয়ার দারুণ অভিজ্ঞতা হয়েছে। বিসিসিআই কে ধন্যবাদ আমায় সব সময় সমর্থনের জন্য।”

মিতালী রাজ ভারতের মহিলা ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক । তিনি ২০১৭ সালের বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলেছিলেন। তিনি অভিষেক করেছিলেন ১৯৯৯ সালে এবং দীর্ঘ ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করে গেছেন। ভারতের মহিলা ক্রিকেট দলের উন্নতি ও সাফল্যের জন্য মিতালী রাজ সবসময় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অন্তরে থেকে যাবেন। কিছুদিন আগেই শেষ হওয়া বিশ্বকাপে শেষ বার খেলেন তিনি।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request