বুধবার, রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ বাংলাদেশের বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় একটি ছোট জাহাজের সঙ্গে অন্য একটি ছোট জাহাজের ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে একটি জাহাজ তৎক্ষণাৎ ডুবে যায়। প্রায় ৬০০ টন পাথর বহন করছিল মেয়াদোত্তীর্ণ ছোটো জাহাজটি।
জাহাজটির নাম ছিল ` এমভি মাস্টার দিদার ‘। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও পণ্য পরিবহনের কাজে জাহাজটি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। মেয়াদ শেষ হওয়ার পরেও কীভাবে জাহাজটির মাধ্যমে পরিবহন কার্য চালানো হচ্ছিল, এই প্রশ্ন তুলে ওই জাহাজটির ক্যাপ্টেন কে ডেকে পাঠিয়েছেন বন্দর কর্তৃপক্ষ এর হারবার মাস্টার ক্যাপ্টেন মহম্মদ শাহিন মজিদ।
জাহাজডুবির আশঙ্কায় জাহাজে উপস্থিত ১০ জন কর্মী ঝাঁপ দেন নদী, তবে তাদের মধ্যে কারোরই ক্ষতি হয়নি বলে জানা গেছে। যে জাহাজটির সাথে ধাক্কা লেগেছিল, তার কোনো ক্ষতি র খবর এখনো পাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, এই ঘটনায় কারোর প্রাণহানি ঘটেনি। এমনকি জাহাজডুবির কারণে মোংলা বন্দর এলাকায় নৌযান চলাচল ও বিঘ্নিত হয়নি।