পরিবর্তিত হল JEE Advance 2022 এর পরীক্ষার দিন। মুম্বাই এর ইন্ডিয়ান ইন্টিটিউট অফ টেকনোলজির (IIT Bombay) তরফ থেকে জানানো হলো পরীক্ষার নতুন সূচি। নতুন সূচি অনুযায়ী জেইই অ্যাডভান্স এর পরীক্ষাটি হবে ২৮সে আগস্ট । যদিও এর আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৩রা জুলাই।
জেইই অ্যাডভান্সের সম্পূর্ণ সূচি দেখা যাবে অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in এ। মূলত দুটি পেপারে হবে জেইই অ্যাডভান্সের পরীক্ষা। পেপার ওয়ানের পরীক্ষা হবে সকল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও পেপার টু-পরীক্ষা হবে দুপুর ২:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত একইসাথে এও জানাযাচ্ছে যে ১১ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে জেইই অ্যাডভান্সের ফলাফল।
এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main ) পরীক্ষার সূচি পরিবর্তন করেছিল। ২১ এপ্রিল থেকে জেইই মেইন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু নেশনাল টেস্টিং এজেন্সি(NTA) সেই পরীক্ষার সূচী পরিবর্তন করে জানায় জুন মাস থেকে হবে পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায় সূচী পরিবর্তনের মুল কারণ ছিল একাধিক পরীক্ষার্থীর আবেদন। পরীক্ষার্থীরা জানায় যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচির সাথে বোর্ড পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে সেই কারণে করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার সূচী পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।