প্রায় দুই বছরের কোভিড পরিস্থিতির পর স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমানের চলাচল। বেশ কিছুদিন ধরেই করোনা সংক্রমণের হার নিম্নমুখী এবং করোনাতে মৃত্যুর হার প্রায় শূন্য। ফলে অনেকটাই স্বাভাবিক হয়েছে সাধারণ মানুষের জীবন যাপন। পুরোদমে খুলে গেছে স্কুল, কলেজ, অফিসও। অবশেষে এবার আন্তর্জাতিক বিমান চলাচলও স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। আগামী ২৭ শে মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা পুরোদমে চলবে বলে জানিয়েছে, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক।
অতিমারিকালে সংক্রমণ রুখতে ২০২০ সালের ২৩ শে মার্চ থেকেই বন্ধ ছিল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের চলাচল। শুধুমাত্র ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার দ্বারা সীমিত সংখ্যক বিমান চলাচল করত। তবে গত ১৫ই ডিসেম্বর আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানের পরিষেবা পুরোদমে চালু করার পরিকল্পনা করা হলেও ওমিক্রণের সংক্রমণের জন্য এই পরিকল্পনা বাতিল করা হয়। সম্প্রতি অসামরিক পরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দে তার টুইট বার্তায় জানান, ” সমস্ত বিমান সংস্থার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, এবং করোনা সংক্রমণের হ্রাসের দিক বিবেচনা করে, আগামী ২৭ শে মার্চ থেকে পুনরায় আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি”।
তবে পরিষেবা চালু করলেও স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ অগ্রাহ্য করতে নারাজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে যাত্রীদের, এমনটাই জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।