ভারতীয় শর্ট ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে অস্কার মঞ্চে। অস্কার মঞ্চে ছবির পরিচালক কার্তিক গনসালভেস, ও প্রযোজক গুনীত মোঙ্গা উপস্থিত ছিলেন। কিন্তু তার সাথে আরো একটি আশ্চর্যপূর্ণ ব্যাপার হল যে এই ছবির সাথে এক বাঙালি কন্যার নাম ও জড়িয়ে আছে যে কিনা কলকাতা শহরের ই আর সেই মেয়ের নাম হল সঞ্চারী দাস মল্লিক। এই ছবির সম্পাদনার দায়িত্বে ছিলেন সঞ্চারী।
সেই ছোট্ট থেকে সঞ্চারীর পরিচিতি সিনেমার বিষয়টির সাথে।। সঞ্চারীর মা শুভা দেবী মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ছিলেন সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে। শুধু তাই নয় সঞ্চারীর দাদু মনজেন্দু মজুমদার সত্যজিৎ রায়ের সাথে ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। সঞ্চারী যে সিনেমার সাথে যুক্ত থাকবেন তা বলাই বাহুল্য।
পুরস্কার জেতার পর সঞ্চারীর মা জানিয়েছেন যে সঞ্চারী নাকি ২০২১ সাল থেকে সম্পাদনা শুরু করে। প্রথমে বেশ কিছু বিজ্ঞাপন এ কাজ করে তারপর এটাই তার প্রথম তথ্যচিত্র ছিল।