পৃথিবীর উচ্চতম রেলসেতু জম্মু কাশ্মীরের চেনাব ব্রিজের উপর দিয়ে ভারতীয় রেলওয়ে শীঘ্রই কলকাতা থেকে কাশ্মীর ভ্রমণে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করছে । এবার পশ্চিমবঙ্গের পর্যটকেরা সরাসরি ট্রেনে কাশ্মীর যেতে পারবেন।
চলতি বছরের শেষের দিকেই এই চেনাব সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। ডিসেম্বরে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা এই চেনাব ব্রিজের উপর । তিনি জম্মু কাশ্মীর সফরে চেনাব ব্রিজের রেল পরিষেবা সংক্রান্ত সংবাদিক বৈঠকে সমস্ত তথ্য দেন। সেই সংবাদিক বৈঠক থেকেই জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের এই নতুন রেল নেটওয়ার্ক তৈরির পর খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে মেট্রো চালু করা হবে। এছাড়াও খুব শীঘ্রই পর্যটকরা ট্রেনে করে কলকাতা থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা করতে পারবেন তার পরিকল্পনা ও চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এই উধমপুর-শ্রীগনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পটি সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে এই বন্দে ভারত ট্রেনটি জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই রেলসেতুর ফলে বাঁচবে সময় ও খরচ দুটোই এমন টাই জানিয়েছেন তিনি।