বিশ্বব্যাপী এই যুদ্ধকালীন অরাজকতায় অর্থ সংকটে উন্নয়নশীল দেশগুলি। আবশ্যিকভাবেই ভারতেও সেই আঁচ প্রবল। ভারতে জিডিপির হার ক্রমশ হচ্ছে মূল্যবৃদ্ধির হার চরমে আর তারই ফলস্বরূপ বেকারত্বের মাত্রা ফের মাথা ঝাড়া দিয়ে উঠেছে। আর সেই খবর এই শিলমোহর দিল বেসরকারি সংস্থা সিএমআই।
এই মুহূর্তে দেশের কর্মহীনতার হার উদ্বেগজনক। যদিও এই মুহূর্তে কোভিড পরবর্তী অবস্থা বলে নয় কোভিড আসার আগেও কর্মসংস্থানের হার যে কিরূপ ছিল সেই প্রসঙ্গও উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সিএমআইই জানিয়েছেন গত জানুয়ারি মাসে শহরের বেকারত্বের হার ৮.৫৫% থেকে ৭.৯৩ % এ নেমে এসেছে। বৃহস্পতিবার গ্লোবাল অ্যালায়্যান্স ফর মাস অন্ত্রপ্রনরশিপের একটি রিপোর্ট প্রকাশ করেছেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। যাতে বলা হয়েছে ছোট, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলি কাজের বরাতের টাকা দেরিতে পাচ্ছে। সমস্যা হচ্ছে ঋণ পেতেও।
বিভিন্ন সমীক্ষাতে এদিকে দেখা গেছে গত দুটি ত্রৈমাসিকের ফলাফল অনুযায়ী পরিষ্কার শিল্পমহলের মুনাফা বৃদ্ধি ধাক্কা খাচ্ছে। এবং নতুন কর্মংস্থানের ব্যাপারেও তারা উদ্যোগী নন।