অন্যায্য বাণিজ্য অনুশীলনের দায়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগলকে (Google)। কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার (CCI) তরফে ক্ষমতার অপব্যবহারের জন্য ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। যার বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইবুন্যাাল বা এনক্ল্যাট-এ (NCLAT) আবেদন করেছিল গুগল। সেই আবেদন খারিজ হয়ে গেল। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানা দিতেই হবে, জানিয়ে দিল এনক্ল্যাট।
এই দিন রায় ঘোষণার সময়ে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বলেন বাধ্যতামূলকভাবে সম্পূর্ণ গুগল মোবাইল স্যুট প্রি-ইনস্টল করা থাকে এখনকার দিনের অ্যান্ড্রয়েড মোবাইলে। সেটি নির্মাতারা চাইলেও আনইনস্টল করতে পারেন না।পাশাপাশি অ্যান্ড্রয়েড ওএসের জন্য অ্যাপ স্টোর মার্কেটে তার প্রভাবশালী অবস্থানকেও এই ক্ষেত্রে ব্যবহার করেছে তারা,এমনকি ইউটিউবের মাধ্যমে অনলাইন ভিডিও হোস্টিং প্ল্যাটফর্মেও প্রাধান্য বিস্তার করেছে গুগল। নির্মাতাদের ক্ষমতা সীমাবদ্ধ করেছে অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম চালু করে মোবাইল তৈরি ও বিক্রি করার ক্ষেত্রে ।
এগুলি পর্যবেক্ষণের সময় ইনপ্ল্যাটের পক্ষ থেকে গুগল সংস্থা তাদের পরিচালন পদ্ধতি বদলানোর সিদ্ধান্ত নেন। বলা হয় মোবাইল নির্মাতাদের একগুচ্ছ অ্যাপ প্রি-ইন্সটল করতে বাধ্য করা যাবে না। প্লে স্টোরের লাইসেন্সিং করার ক্ষেত্রে গুগল সার্চ পরিষেবা, গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল বা অন্য কোনও অ্যাপ-এর প্রিইন্সটল করার বাধ্যতামূলক করা যাবে না। মোবাইলে গুগল সার্চ পরিষেবা প্রিইনস্টল করা নিশ্চিত করার জন্য মোবাইল নির্মাতাদের কোনও আর্থিক উৎসাহ দিতে পারবে না গুগল।ব্যবহারকারীদের প্রিইনস্টল করা অ্যাপগুলি আনইনস্টল করার সুযোগ দিতে হবে। ডিভাইস সেটআপের সময় ব্যবহারকারীদের সমস্ত সার্চ এন্ট্রি পয়েন্টের জন্য তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।