ডিসেম্বরের ইনিংস শুরু। অর্থাৎ কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সময় যে শুরু বলাটাই বাহুল্য। এ বছর ১৪ই নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে নেমেছিল। যার জেরে শীতের আগমনের আগেই ঠান্ডার আমেজ অনুভব করেছিল রাজ্যবাসী। কিন্তু নভেম্বর মাসের শেষ দিনেও কমলো না তাপমাত্রার পারদ । শীতের আমেজ আচমকাই উধাও রাজ্য থেকে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর ,গত ২৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৮ নভেম্বর ছিল ১৭ ডিগ্রিতে। ২৯ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস ,এরপর একলাফে ৩০ নভেম্বর তা বেড়ে দাঁড়াল ২১.৮ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। এইদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘণ্টা আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানান দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
এর কারণ ব্যাখ্যা করে আলিপুর আবহাওয়া দফতর বলেন, শীতের আমেজে আচমকাই এই ভাটা পড়ার কারণ হলো দু’টি জোড়া ঘূর্ণাবর্ত। একটি দক্ষিণ পূর্ব আরব সাগর অঞ্চলের, অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের, যা গাঙ্গেয় বঙ্গে উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে এ ছাড়াও উত্তুরে হাওয়ার দাপট জোরালো না হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও দিন দুয়েক পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার শীত শীত ভাব ফিরে আসবে বলে জানাচ্ছেন আবহবিদরা। ফলে শীতপ্রেমী বাঙ্গালীদের আবারও কিছুদিনের অপেক্ষা করতে হবে জাঁকিয়ে শীতের অনুভূতি করার জন্য।