রাজ চক্রবর্তী আবার পর্দায় আনতে চলেছেন ‘ প্রলয় ‘। ঠিক নয় বছর পর জি ফাইভে সিরিজ রূপে প্রত্যাবর্তন করছে প্রলয়। রাজ চক্রবর্তীর কথায় জানা গেছে সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। সূত্র মারফত জানা গেছে সিরিজটিতে অভিনয় করছেন – পরান বন্দ্যোপাধ্যায়, শ্বাশ্বত চট্টোপাধ্যায় , ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।
অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠার কাহিনী নিয়ে বারংবার বিভিন্ন ক্ষেত্রে রাজ চক্রবর্তী প্রলয়কে তুলে ধরেছেন । সর্বপ্রথম ছোটপর্দায় ধারাবাহিক হিসাবে এসেছিল ” প্রলয় আসছে” । তার পর বড়ো পর্দায় বরুণ বিশ্বাসের কাহিনীকে কেন্দ্র করে সফল হয় ‘ প্রলয় ‘ । সূত্র অনুসারে জানা গেছে ডিসেম্বর থেকে রাজ চক্রবর্তীর প্রলোয়কে কেন্দ্র করে ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে রাজ চক্রবর্তীর এই সিরিজটি। তবে ঠিক কোন ঘটনা নিয়ে পরিচালক সিরিজটি বানাচ্ছেন তা জানা যায়নি। বাস্তব ঘটনা নিয়ে ক্রাইম থিলার খুব জনপ্রিয়। প্রলয় এমন একটা চরিত্র যে সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই করে। তবে এই সিরিজটি দর্শকদের কাছে কতটা আকর্ষণীয় হবে সেটাই লক্ষণীয়।