টলিউডের প্রথম সারির অভিনেতার মধ্যে একজন অনির্বাণ ভট্টাচার্য। নতুন বছরেই নতুন চমক দিলেন ভার্সেটাইল অভিনেতা অনির্বাণ । ২০২১ সালে দর্শকেরা তাকে চিনেছে এক অন্য রূপে। অভিনেতা অনির্বাণ পরিচালক হিসাবে কতখানি দক্ষ তার প্রমাণ পাওয়া গেছে হইচইয়ের ওয়েব সিরিজ মন্দারের মাধ্যমে। এতদিন অনির্বাণের ফিল্মোগ্রাফিতে ফিচার ফিল্ম পরিচালনার কোনো ক্রেডিট ছিল না, এবার সেটা জুড়তে চলেছে। ২০২২-এ কাহিনিচিত্র পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ছবির নাম ‘বল্লভপুরের রূপকথা’, প্রযোজনায় রয়েছে এসভিএফ।
বাদল সরকারের লেখা বিখ্যাত নাটক বল্লভপুরের রূপকথা রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অনির্বাণ। থিয়েটারে হাতেখড়ি অনির্বাণের, সেখান থেকেই চিন্তাভাবনা ‘মন্দারের’। প্রথমবার ছবি পরিচালনায় এলেও সেই পিছুটান ভুলে গেলেন না অভিনেতা। তার বন্ধু প্রতীক দত্তর সঙ্গে মিলে এই ছবির চিত্রনাট্য লিখছেন অনির্বাণ, চিত্রনাট্যের প্রথম ড্রাফটের কাজ তৈরি হয়ে গিয়েছে। তবে বেশ কিছু কাজ বাকিও রয়েছে,অভিনেতা-অভিনেত্রী নির্বাচনও খুব তাড়াতাড়ি শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক অনির্বাণ।
যতদূর শোনা যাচ্ছে, বল্লভপুরের রূপকথা একটি হরর কমেডি জঁর। তবে বিষয়গত দিক থেকে ‘মন্দার’-এর একদম বিপরীত এই সিনেমা। অনির্বাণ জানিয়েছেন যে তিনি সবসময়ই হরর কমডি বা স্যাটারের ভক্ত, যদিও এটা বলবার অপেক্ষা রাখে না। এমনটা নয় যে এই ধরনের জঁরের ছবি বাঙালি দর্শক আগে দেখেনি অথবা বাাংলয় তৈরি হয়নি, তবে অবশ্য বল্লভপুরের রূপকথা নিঃসন্দেহে একটা মন ভালো করা ছবি হবে।তবে এর মধ্যে চমক তো থাকবে। তার শেষ কাজ মন্দার মানুষের অন্ধকার দিকটা তুলে ধরেছে, এবার কিন্তু একদম উলটো।