ক্রিশ্চিয়ানো রোনাল্ড আল নাসেরের হয়ে নিজের প্রথম মরশুম শেষ করেছেন।তবে আল নাসেরে পাঁচ মাস খেললেও ম্যানেজমেন্টের সঙ্গে রোনাল্ডোর বিবেদ ঘটে বহুবার।ইতিমধ্যেই আলোচনায় শোনা যায় রোনাল্ডোর আল নাসের ছাড়ার কথা এবং নিউ ক্য়াসলে করার কথা।যদিও সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে পর্তুগিজ তারকা রোনাল্ডোর নিজেই এই বিষয় নিয়ে মুখ খুললেন।
সবে শেষ হয়েছে সৌদি প্রো লিগ।রোনাল্ডো এই পুরো সৌদি প্রো লিগে ১৪ গোল করেছেন ১৬টি ম্যাচের মধ্যে।আল নাসের এ যোগ দেওয়ার পরে পরে ই মাতামাতি শুরু হয়েছিল রোনাল্ডো কে নিয়ে। তবে প্রথমেই তিনি প্রত্যাশিত সাফল্য দিতে পারেননি দলকে। রোনাল্ডো র পরপর দুটি ব্যর্থতা যেন নজরকাড়া, প্রথম সৌদি সুপার কাপে পরাজয় আর পরে সৌদি প্রো লিগে র ঘটনা।রোনাল্ডো সৌদি প্রো লিগে দ্বিতীয় হওয়ার পরই সৌদি প্রো লিগের একটিসাক্ষাৎকারে বলেন”আমি এখানে খুশি, আমি এখানেই থাকতে চাই। আমার মতে, ওরা যেটা করছে সেটা যদি করে যায়, তাহলে আগামী পাঁচ বছরে সৌদি প্রো লিগ বিশ্বের শীর্ষ পাঁচটা লিগের মধ্যে জায়গা করে নেবে।
” ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানুয়ারি মাসে আড়াই বছরের চুক্তিতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করে আল নাসেরে যোগদান করেন। কিন্তু নতুন দলে যাওয়ার পরও তাকে ঘিরে উঠেছে নানা বিতর্ক।দর্শকদের সাথে খারাপ ব্যবহার করা, দলের অংশীদারদের ওপর রাগ দেখানো,রমজানের সময় রাত অবধি অনুশীলনের মত ঘটনা ও ঘটেছে।রোনাল্ডো জানান”ইউরোপে আমরা সকালে ট্রেনিং করতাম। এখানে বিকেলে করতে হয়। এটা আমার কাছেও অবাক করার মত। কারণ আমার অভিজ্ঞতায় এটা ছিল না। এখানে এসে এটা শিখলাম। আমি এবার জেতার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। পরের বছর আমি নিশ্চিত পরিস্থিতির পরিবর্তন হবে এবং আমরা ভালো করব।”