1694584113_rohit-45

Image:- Anandabazar

এবার কি এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মা বনাম বাবর আজম হতে চলেছে ?

Post Score: 3.0/5
Topic & Research
3/5
Creativity & Uniqueness
3.5/5
Timeliness & Social Impact
2.5/5

রবিবার,এশিয়া বিশ্বকাপে প্রথমবার, ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হতে চলেছে যা দর্শকদের কাছে খুবই আকর্ষণের একটা বিষয় হয়ে উঠেছে, গতকাল রোহিত শর্মার টিম শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠলো। বিশেষভাবে, এই ম্যাচে দুটি বিশেষজনপ্রিয় ক্রিকেটারের মুখোমুখি আসতে চলেছেন ভারতের রোহিত শর্মা এবং পাকিস্তানের বাবর আজম।

এশিয়া কাপের সর্বোচ্চ স্থানে রয়েছে এখন ভারত, দ্বিতীয়তে আছে শ্রীলংকা তৃতীয়ত আছে পাকিস্তান এবং দুটি ম্যাচ হেরে যাওয়ায় সবথেকে শেষে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে ভারত এখন সবার প্রথমে, ভারতের শেষ ম্যাচ বাংলাদেশের সাথে। গতকালের ম্যাচটিতে ভারত শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানে কিছুটা সুবিধা করে দিয়েছে। শ্রীলংকার সাথে ভারতের ম্যাচে শ্রীলঙ্কা যদি ভারতকে হারাতো তাহলে শ্রীলংকার পয়েন্ট হত ৪ এবং ভারতের পয়েন্ট হতে ২। তাহলে পাকিস্তানের ফাইনালে ওঠা কঠিন হয়ে যেত।

১৪ তারিখে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ। আবহাওয়া খারাপ থাকার কারণে যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে শ্রীলঙ্কার নেট রান ভালো থাকার কারণে শ্রীলঙ্কা ফাইনালে উঠে যেতে পারবে। পাকিস্তানের নেট রান খারাপ হয় যখন ভারত পাকিস্তানকে ২২৮ রানে পরাজিত করে। তাই এখন বাবর আজমদের টিমকে জেতা ছাড়া আর ফাইনালে ওঠার কোন উপায় নেই। এই সেমিফাইনালে হেরে গেলে পাকিস্তানকে বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request