কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি হয়েছেন বর্ষিয়ান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এর আগে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব।শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কলেজিয়ান বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ৩০ শে মার্চ বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত এর।শুক্রবার অর্থাৎ ৩১ শে মার্চ থেকে এই পদে দায়িত্ব নিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আজ থেকেই তিনি কলকাতার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচার পতির কাজ শুরু করবেন। দীর্ঘ চাকরি জীবন শেষ করে অবসর নিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এই কারণে কলকাতা হাইকোর্টে বিচারপতি প্রকাশ শ্রী বাস্তবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে।
বিচারপতি টি এস শিবজ্ঞানম এর জন্ম তামিলনাড়ুতে হয় ।১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। বিচারপতি শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বিএসসি করেন এবং ১৮৮৬ সালে সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অফ তামিলনাড়ুতে তার নাম নথিভুক্ত করেন। তিনি দীর্ঘ ২৩ বছর আইনজীবী পদে থাকার পর ২০০৯ সালে মাদ্রাজের হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি টি এস শিবজ্ঞানম।
এরপর ২০২১ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।
বিচারপতি হিসেবে ২০২৫ সালের ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে এই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।