IMG-20240524-WA0004

Source:- India Today

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮, জখম ৬০

Post Score: 3.7/5
Topic & Research
4/5
Creativity & Uniqueness
3/5
Timeliness & Social Impact
4/5

বৃহস্পতিবার মুম্বাইয়ের থানের ডম্বিভলি এলাকার এক রাসায়নিক কারখানাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা তে প্রাণ হারিয়েছেন ৮ জন এবং জখম ৬০। জানা গিয়েছে যে কারখানায় বয়লারের রিএক্টরের বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানিয় সূত্রে আর ও তথ্য পাওয়া যায় যে বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আসেপাশের বহু সংখ্যক বাড়ির জানলার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে এবং কারখানার পাশে একটি গাড়ির শোরুমেও অবদি আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এই ঘটনার দুঃখ প্রকাশ করেন এবং এর সাথে জানান যে আহতদের চিকিৎসার যাবতীয় খরচ দেবে রাজ্যসরকার এবং ক্ষতিগ্রস্তদের দের কাছে এক সপ্তাহের মধ্যেই আর্থিক অনুদান পৌঁছে যাবে। যারা ঘটনা স্থলে উপস্থিত জানান যে পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন যে আহতদের এইমস এবং ডম্বিভলির নেপচুন হাসপাতাল এ ভর্তি করা হয়েছে এবং এবং তিনি নিজের সমাজ মাধ্যমে এও লিখেন যে ডম্বিভলির আমুদান রাসায়নিক কারখানার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসক এর সাথে কথা হয়েছে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request