ক্রিপ্টোকারেন্সি নিয়ে গত কয়েক বছরে রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে প্রায়শই বিভিন্ন মন্তব্য বিভিন্ন বৈঠক এবং সম্মেলনে চলতে দেখা গেছে। তবে ভারতে ক্রিপ্টোকারেন্সি অবৈধতার ক্ষেত্রে কোনো পদক্ষেপ আপাতত লক্ষ্য করা যায় নি। তবে রিজার্ভ ব্যাংক প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সির বিরোধিতা করে গেছে।
এমত অবস্থায়, মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছেন দেশে ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ভার্চুয়াল অ্যাসেট নিয়ে ব্যবসা করা ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং মধ্যস্থভোগীদের এখন থেকে প্রভিশন অফ মানি লন্ডারিং এর আওতায় আনা হচ্ছে। এবং এই জাতীয় সংস্থাগুলি রিপোর্টিং এনটিটি হিসেবে বিবেচিত হবে। এবং অন্যান্য এনটিটির মতোই গ্রাহকদের সম্পূর্ণ কেওয়াইসি , একাউন্টের ডিটেলস প্রতিটি লেনদেন নথি এবং ব্যবসায়িক কার্যকলাপের রেকর্ড রাখতে হবে ।
বিশেষজ্ঞের দাবী এর মাধ্যমে এই জাতীয় প্রতিষ্ঠানগুলির উপর এবং ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ভার্চুয়াল অ্যাসেট-এর উপর নজরদরি রাখতে এমন পদক্ষেপ। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্র নিয়ন্ত্রণ করতে এবং নির্দিষ্ট নীতি প্রণয়নের পথ ভাবনা চিন্তা করছে কেন্দ্র সরকার।