চিনি রফতানিতে রাস টানলো কেন্দ্রীয় সরকার , দশ মিলিয়ন টনের বেশি চিনি রফতানি করা যাবে না জানালো কেন্দ্র। কেন্দ্র গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেও চিনির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি এখনো।
কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ? বিশ্বের মধ্যে ভারত চিনি রফতানিতে অত্যন্ত গুরুত্বপূর্ন স্থানে আছে। চিনি রফতানি থেকে ভারতের মোটা অঙ্কের বিদেশি মুদ্রাও আসে।তারপরেও কেনো এরকম সিধান্ত নিল সরকার? তথ্য অনুযায়ী দেশ থেকে শেষ কয়েকবছর চিনি রফতানি বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে ,তাই চিনি মজুত রাখার জন্যই এই সিধান্ত নিয়েছে সরকার।
তবে বিশেষজ্ঞ মহলের মতে এর পিছনে মুদ্রা স্ফীতির বিষয় ও থাকতে পারে। ইন্ডিয়ান সুগার মিলস আ্যাসোসিয়েশনের মতে দেশে যে পরিমাণ চিনি থাকে তার মধ্যে 8.5 মিলিয়ন টন চিনি রফতানি করার চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার। এই চুক্তি অনুযায়ী 7.1 মিলিয়ন টন চিনি ইতিমধ্যেই রফতানি করা হয়ে গিয়েছে ৷ কিছুদিন আগেই দেখা গিয়েছিল, গম রফতানিতে হ্রাস টেনেছিল কেন্দ্র এবার চিনির উপর কি প্রভাব পরে, তাতেই লক্ষ্য থাকবে বাজারের।