ভারতের বাজারের দিকে অ্যাপলের নিশানার ইঙ্গিত আগেই মিলেছে। তবে সম্প্রতি ভারতে আই ফোন বিক্রেতা নজিরবিহীন আয় করায় ইঙ্গিতটি নিশ্চিত হয়েছে। ব্যবসা বৃদ্ধির হার ১০ শতাংশের উপরে থাকায় পরিকল্পনা কার্যকর করতে বদ্ধপরিকর আমেরিকার এই সংস্থা। যার অন্যতম জরুরি পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনার শীর্ষ পদের অদলবদল হচ্ছে।
সূত্রের দাবি, ভারতের বাজারকে নিশানা করেই অ্যাপল ঢেলে সাজাচ্ছে তাদের পদগুলি। যেমন, আশিস চৌধুরী কে পদোন্নতি দিয়ে করা হয়েছে ভারতীয় ব্যবসার প্রধান। সদ্য অবসর নিয়েছেন ওই পদপ্রাপ্ত হিউগ অ্যাসেম্যান। তিনি মূলত ভারত, পূর্ব ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ছিলেন। কিন্তু আশিস চৌধুরী সরাসরি মাইকেল ফেঙ্গারের অধীনে আসবেন।
করোনা কাল থেকে বহু সংস্থা চিন থেকে উৎপাদন সরাতে শুরু করে। অ্যাপল ও তার ব্যাতিক্রম নয়। ইতিমধ্যেই ভারতে তাইওয়ানের সংস্থা ফক্সকনের সঙ্গে কর্ণাটকের ৩০০ একর জমি জুড়ে কারখানায় উৎপাদন চালাবে বলে ঘোষণা করা হয়েছে। যা দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সহ বৈদ্যুতিন প্রযুক্তিতে গতি আনবে বলে দাবি কেন্দ্রে র। এদেশে আইফোন বিক্রি র রেকর্ড এই রদবদলে আরও ইন্ধন জুগিয়েছে। তবে অ্যাপল এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।