গতবছর ৮ই জুলাই শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেঘ ভাঙ্গা বৃষ্টি তে ভেসে গিয়েছিল অমরনাথ গুহা সংলগ্ন অঞ্চল। অনেক যাত্রী প্রাণ হারায় তারপর অমরনাথের মন্দির বন্ধ করা হয়। এই বছর পুনরায় আবার মন্দির খোলা হবে,আগামী ১ লা জুলাই থেকে অমরনাথ যাত্রা পথ খুলে যাবে তীর্থ যাত্রীদের জন্য, চলবে ৬২ দিন ধরে।
জম্বু-কাশ্মীর থেকে এই তীর্থ যাত্রা শুরু হবে, গোয়েন্দা সংস্থা থেকে জানা যায় তীর্থযাত্রা শুরু হলেই যাত্রীদের উপর হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা,যাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই অমরনাথ যাত্রা নিয়ে সতর্কতা জারি করেছেন তাদের তরফে জানানো হয়েছে, রফিক নাই এবং মহম্মদ আমিন বাট ওরফে আবু খুবেইবকে জঙ্গি হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে।অমরনাথ যাত্রীদের জঙ্গিরা হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। রফিক পুঞ্চের বাসিন্দা এবং মহম্মদ আমিন ডোডা জেলার বাসিন্দা। তারা দু’জনই বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজেদের জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে।এই দু’জনেরই বাড়িতে কড়া নজর রাখছেন গোয়েন্দারা।
রফিক ও আমিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের উসকানি দিয়ে নিজেদের পরিকল্পনায় শামিল করার চেষ্টা করছে।যাতে কোনওপ্রকার অশান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলেই গোয়েন্দা সূত্রে খবর।