গতকাল সকালেই জানানো হয়েছিল রাজ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
দিনভর প্রবল গরমের পর দিনের শেষে ঝড়ের দাপট। আলিপুরে এবং দমদমে জোড়া কালবৈশাখীর তাণ্ডব।বিকেল ৫টায় আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে ৭৮ কিলোমিটার গতিবেগে ঝড় হয় এবং একই সময়ে দমদমে উত্তর-পশ্চিম দিক থেকে ৭২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয় । প্রবল ঝড়ে রেড রোডে ভেঙে পড়ল গাছ , অন্যদিকে বিপর্যস্ত ট্রেন চলাচল । কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি (Hooghly), বর্ধমানে ঝড়-বৃষ্টির সাথে অন্যদিকে মালদায় বাজ পড়ে ২জনের মৃত্যু। হুগলির একাধিক জায়গায় ঝড়ে ভাঙল বাড়ি, গাছ। বিদ্যুতের খুঁটি গাছ ভেঙে পলতায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।
গতকাল বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমেছে। সকালে কিছুটা স্বস্তি থাকলেও বেলা গড়াতেই কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর । সকালের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকালের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।