ছুটির মরশুমের আগেই হাওড়ায় ছুটির নতুন ঠিকানা। সপ্তাহের দিনেও রমরমিয়ে চলছে থ্রি ডি লেজার শো। গ্রহ নক্ষত্রের এক অন্য মহাজগতে নিয়ে যাবে এই তারামণ্ডল। এতদিন কলকাতায় বিড়লা তারামন্ডলের ২ ডি শো ছিল মহাজগতের নানান অজানা দৃশ্যের একমাত্র দর্শন স্থান। শীতের মরশুমে দর্শকদের ভিড় উপচে পড়ত সেখানে। বিড়লা তারামণ্ডলের পর এবার হাওড়া ময়দানের শরৎসদনের কাছে তৈরি হল প্রথম থ্রি ডি তারামণ্ডল।
১৪ কোটি টাকা ব্যয় করে বানানো এই তারামন্ডলে দর্শকদের জন্য বসার আসন রয়েছে ১০০ টি। রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি সাউন্ড সিস্টেমও। এখানে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের মূল্য ১২০ টাকা। কিন্তু আপনি যদি ছাত্র ছাত্রী হন তাহলে ১৪ কোটির প্রেক্ষাগৃহে টিকিটের মূল্যে বিশেষ ছাড় রয়েছে আপনার জন্যে। পরিচয় পত্র দেখিয়ে ১২০ টাকার টিকিট পাওয়া যাবে শিক্ষার্থীদের জন্য মাত্র ৭০ টাকায়। এছাড়াও যদি কোন স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের হাওড়ায় এই তারামণ্ডলে নিয়ে আসেন তাহলে তাদের জন্য টিকিট মূল্য মাথাপিছু ৫০ টাকা করে নেওয়া হবে।
রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর এবং হাওড়া পুরসভার উদ্যোগে একটি বেসরকারি সংস্থার সাহায্যে তৈরি করা হয়েছে হাওড়ার এই থ্রি-ডি তারামণ্ডল। ভূগোল বইয়ের পাতায় যে কালপুরুষ, ধূমকেতু দের কথা পড়া হয় এবার তা চোখের সামনে স্পষ্ট দেখতে পাওয়া যাবে। যেন মনে হবে পৃথিবী ছেড়ে পৌঁছে গেছেন মহাবিশ্বে। নির্মাণ কাজ শেষ হয়েছে বছর তিনেক আগেই কিন্তু তা বন্ধ হয়ে পড়েছিল। এই বছর দুর্গা পূজার আগে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু প্রযুক্তিগত জটিলতার কারণে শুরু করা যায়নি। এবার এই শীতের মরশুমের শুরুতেই দর্শনার্থীদের জন্য দার খুলে গেলো থ্রি ডি মহাবিশ্বের। এককথায় এই ১ ঘন্টার শো তে আপনি এই বিশ্ব ছেড়ে হারিয়ে যাবেন মহাবিশ্বে।