অবশেষে ক্রিকেট প্রেমীদের প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১৭ বছর পর আরোও একবার পাকিস্তান সফরে যেতে পারে টিম ইন্ডিয়া। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে পারে এশিয়া কাপ এবং তারপরেই ভারতে আয়োজিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। জানা যাচ্ছে, বিশ্বকাপের সময় বাবর আজমদের দলকে ভারতে নিয়ে এসে যাতে সুষ্ঠভাবে খেলা সম্পন্ন করা যায় তাই রোহিত শর্মা, বিরাট কোহলি দের পাকিস্তান সফরে পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। এই নিয়ে ইতিমধ্যেই বোর্ডের কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
২০০৫-৬ মরশুমে শেষবার পাকিস্তানের খেলতে গিয়েছিল ভারতীয় দল। দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সীমান্ত সন্ত্রাস এবং রাজনৈতীক জটিলতার কারণে ২০১২ সাল থেকেই বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। এই বছরেই (২০১২-১৩) শেষবার ভারতের মাটিতে খেলতে আসে পাক দল। বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যাওয়ার পর কেবল বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং এশিয়া কাপেই মুখোমুখি হয় দুই দল। তবে এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও মুখোমুখি হয়নি দুই দল। এরই মধ্যে বিসিসিআই এর এই ভাবনা ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
এপ্রসঙ্গে এক বোর্ড কর্তা জানান, ভারতীয় দলের পাকিস্তান সফর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত ছাড়া ভারতীয় দল কখনোই এই সফরে যেতে পারবে না। তবে বোর্ডের বর্তমান সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ হাই কমান্ডের কাছ থেকে ভারতীয় দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত পেতে পারেন কি না সেই দিকেই নজর ক্রিকেট প্রেমীদের।