ধর্মান্তকরণ করা অসাংবিধানিক, কড়া ভাষায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। যথারীতি আদালতের তরফে এ নিয়ে বিস্তারিত হলফনামা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন আদালতের তরফে বলা হয়েছে, প্রত্যেকটি রাজ্য সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে কেন্দ্রকে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যেই সেই সমস্ত তথ্য পেশ করতে হবে আদালতের কাছে, তবে জোর করে ধর্মান্তরনের বিষয়টি বেশ উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রসঙ্গত দেশের নানা প্রান্তে জোর করে সাধারণ মানুষের ধর্ম পরিবর্তন করা হচ্ছে, আর তাই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। গতকালই এই মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে তাই কেন্দ্রের কাছ থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত, কিন্তু এ ক্ষেত্রে কেন্দ্র সরকারের মতামত জানতে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট।
ধর্মান্তকরণ বিরোধী আইন ইতিমধ্যেই কার্যকর করেছে উত্তরপ্রদেশ সরকার। এই আইনের ফলে শাস্তিও দেওয়া হচ্ছে যোগীরাজ্যে। ধর্মান্তকরন বিরোধী আইনের সমালোচকদের যুক্তি, দেশের সংবিধানে যেখানে ধর্ম নিরপেক্ষতা, সমানাধিকার এবং বৈষম্যহীনতার কথা বলা রয়েছে, সেখানে এই ধরনের আইন অসংবিধানিক। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, ভারতে থাকতে গেলে এই দেশের সংস্কৃতি মেনে চলতে হবে, ধর্ম পরিবর্তনের জন্য কাউকে বাধ্য করা যাবে না।