নতুন বছরে শহরবাসীর কাছে একগুচ্ছ নতুন পরিষেবা নিয়ে আসছে পিজি হাসপাতাল। হাসপাতালে চালু হতে চলেছে ক্যান্সার চিকিৎসা উৎকর্ষ কেন্দ্র । পাশাপাশি, চালু হতে চলেছে স্পোর্টস মেডিসিন সেন্টার। আসতে চলেছে গামা নাইফ। একইসঙ্গে পুলিস হাসপাতালে চালু হবে এম আর আই।
স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর , এই নতুন বিভাগগুলি চালু করার জন্য প্রস্তাব জমা পড়েছে হাসপাতালের তরফে , বিষয়টি অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে পরিষেবা প্রদান । এত দিন ক্যানসার শল্য চিকিৎসকের পদে নির্দিষ্ট কেউ ছিলেন না। সম্প্রতি রাজ্য জুড়ে সহকারী শিক্ষক-চিকিৎসক থেকে প্রফেসর পদ পর্যন্ত পদোন্নতির তালিকা প্রকাশ পেয়েছে। তাতেই ‘সার্জিক্যাল অঙ্কোলজিস্ট’ পদে এক জন প্রফেসর এবং এক জন সহকারী শিক্ষক-চিকিৎসকের পোস্টিং হয়েছে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের ওই হাসপাতালে চালু হবে ক্যানসার শল্য চিকিৎসার বহির্বিভাগ। কয়েক মাস পরে চালু হবে অস্ত্রোপচারও। আপাতত দু’জন ক্যানসার শল্য চিকিৎসককে পোস্টিংয়ের মাধ্যমে স্বল্প পরিসরে সেই পরিষেবারই সূচনা করে দেওয়া হল পিজি-তে।
সূত্র মারফত , গতকালই ডাক্তারি পঠনপাঠনে “সেন্টার অফ এক্সিলেন্স” -এর মর্যাদা পেয়েছে পিজি। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে এই তকমার জন্য আবেদন জানায় হাসপাতাল কর্তপক্ষ । মুখ্যমন্ত্রীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএম হাসপাতালে ক্যানসার চিকিৎসার কেন্দ্র তৈরির কথা প্রস্তাব করা হয়েছিল । সেই মতো পিজি-র উল্টো দিকে ইতিমধ্যেই তিন তলা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। ২০২৩-র নভেম্বরে মধ্যে সেই কাজ শেষ হবে। অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে সেখানে ক্যানসারের চিকিৎসা পুরো মাত্রায় শুরু করা হবে।