শিল্পীদের কখনো মৃত্যু হয়না , প্রত্যেক শিল্পীরা নিজেদের শিল্পকলার মাধ্যমে অমর হয়ে থাকেন এই পৃথিবীতে। তবে বহুক্ষেত্রে বিভিন্ন গ্রামাঞ্চলে ও জেলার বহু অঙ্কন শিল্পীরা অর্থের অভাবে ও সাহায্যের অভাবে পিছিয়ে পড়ছেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে রবীন্দ্রসদন তথা নন্দনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব’। পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব পালিত হচ্ছে ২২ শে নভেম্বর থেকে ২৮ শে নভেম্বর পর্যন্ত।
পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে প্রাথমিক পর্যায়ে জমা পড়েছিলো প্রায় ১১০০টি অঙ্কন চিত্র। তবে তার মধ্যে ২০০ টি চিত্র বেছে নিয়ে উৎসবে তার প্রদর্শনী করা হচ্ছে। ২২ তারিক উদ্বোধনের দিন এই চারুকলা উৎসবে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে এবং বোঝা যায় মানুষের শিল্পকলার প্রতি কতটা বিপুল আগ্রহ রয়েছে। বিভিন্ন গ্রাম, জেলা ও শহরের শিল্পীরা নন্দনে উপস্থিত হয়ে তাদের অঙ্কন চিত্র গুলি মানুষের সামনে তুলে ধরছেন।
২২ শে নভেম্বর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজে সমগ্র শিল্পীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন। তিনি বললেন, পরবর্তী কালে যেসব শিল্পীরা তাদের শিল্পকলার নিরিখে পশ্চিমবঙ্গ তথা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে তারা এই চারুকলা উৎসব থেকে উঠে আসবেন। মূলত শ্রেষ্ঠ অঙ্কন তরুণ শিল্পীদের এই উৎসবে তাদের পুরস্কৃত করে সম্মান দেওয়া হয়েছে। রবীন্দ্রসধন চত্বরে চারুকলা উৎসবের মাধ্যমে সমস্ত কলকাতাবাসি জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে এক হয়ে উঠেছে। সত্যি শিল্পীরাই পারে তাদের শিল্পের মাধ্যমে সকলকে এক জায়গায় আনতে।