ফের বিনোদুনিয়ায় দুঃসংবাদ। পরপর খসতে থাকছে উজ্জ্বল তারকাগণ। নীতেশ পান্ডে, বৈভবী উপাধ্যায়- এর পর গতকাল প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর। সেই শোকের রেশ কাটতে না কাটতেই আজ সকাল নটা নাগাদ শোনা গেল আরো এক শোকস্তব্ধ ঘটনা। প্রয়াত হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা, বি আর চোপড়ার মহাভারতের `শকুনি মামা’ গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯ বছর।
বহুদিন ধরেই বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন `শকুনি মামা’। প্রসঙ্গত গত ৩১ শে মে শারীরিক অবস্থার অবনতির কারণেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। খবর প্রকাশ্যে আসলে জানা গিয়েছিল, তাঁর সংকটজনক শারীরিক অবস্থার কথা। সব রকম চেষ্টা করেও আর শেষ রক্ষা হলো না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন গুফি পেন্টাল।
আট এর দশকে নিজের জীবন শুরু করেন তিনি। বহু হিন্দি সিনেমায় অভিনেতা হিসেবে অভিনয় করলেও তাঁর সার্থক চরিত্র মহাভারতের শকুনি মামা। মহাভারত ধারাবাহিকের শকুনি মামার চরিত্রই তাঁকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর আরো নানা চরিত্রে গুফি পেন্টালকে দেখা গেলেও দর্শকদের কাছে তিনি `শকুনি মামা’ হিসেবেই পরিচিত ছিলেন ,আছেন এবং থাকবেন।