ইতিমধ্যে কুড়িটি জেলায় (IRED) প্রকল্পটি চালু করার জন্য প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে ।রাজ্যে ঘটেচলা ক্রমবর্ধমান এই পথদুর্ঘটনা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ও পরিবহন মন্ত্রকের নতুন এই উদ্যোগ। পরিবহন স্বাস্থ্য ও পূর্ত দপ্তর এর আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা সম্বলিত রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট পর্যালোচনা করেই পরবর্তীকালে কি পদক্ষেপ নেয়া হবে সেটি স্থির করা হবে।
গত বছর থেকেই বিশ্ব ব্যাংকের সহায়তায় দি ইন্টিগ্রেটেড রোড এক্সিডেন্ট ডেটাবেস (IRED) চালু হয়ে গিয়েছে। ধরে নেয়া যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে পথ দুর্ঘটনাগুলিকে কমানো যাবে এবং দেশের বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানার মাধ্যমে রাজ্যকে পথ দুর্ঘটনা থেকে নিরাপদ করা যাবে।দেশের বিভিন্ন জায়গায় এই প্রকল্প চালু হয়ে গেলেও কলকাতা এখনো পর্যন্ত এর আওতায় আসেনি। সূত্রে খবর,ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি পথ দুর্ঘটনাগুলির তদন্ত পরিবহন ,স্বাস্থ্য এবং পূর্ত দপ্তরের আধিকারিকেরাও করবেন বলে জানা গিয়েছে। পুলিশকে ওই দুর্ঘটনা সম্পর্কিত ছবি এবং ভিডিও দিতে হবে যার ফলে সেটা ইউনিক আইডি হয়ে যাবে এবং পরবর্তীকালে সেটি পরীক্ষার জন্য যাবে আইআইটিএম এর কাছে এবং সেখান থেকে সেই রিপোর্ট অনুযায়ী পরামর্শ পেশ করবেন আইআইটিএম। যেটিকে পরিবহন এবং পুলিশ দুই দপ্তরকে মেনে কাজ করতে বাধ্য থাকবে।পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন এর ফলে রাস্তায় হওয়া পথ দুর্ঘটনাগুলির কারণ জানা এবং এর করণসম্বলিত সমাধান যত দ্রুত সম্ভব বের করা যাবে।
কলকাতায় এখনো পর্যন্ত এই ব্যবস্থা চালু না হলেও মাসখানেকের মধ্যেই এই প্রকল্প চালু হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ নোডল অফিসার শ্রীকান্ত জগন্নাথ রাও।