চীন সরকার তিনটি সরকারি ভাষায় বিজ্ঞপ্তি জারি করে অরুণাচলের 11 টি প্রদেশের নতুন করে নামকরনের ঘোষণা করেছেন। অরুণাচল প্রদেশ হলো ভারতের অবিচ্ছেদ্য এবং অখন্ড অংশ কিন্তু চীন এই অঞ্চল গুলিকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে।
বিদেশী মন্ত্রক মুখপাত্র অরিন্দম বাগচীর অনুযায়ী ইতিমধ্যেই চিন ২০১৭ এর এপ্রিল – এ ও ২০২১ এর ডিসেম্বর মাসে নাম বদলে দেওয়ার ঘোষণা করেছিল ।
চীন সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে অরুণাচল প্রদেশের এই ১১ টি জায়গার মধ্যে রয়েছে দুটি ভূমি এলাকা ,দুটি আবাসিক অঞ্চল, দুটি নদী ও ৫ টি পর্বত শৃঙ্গ। এবং শুধুমাত্র নাম বদলি নয়, নতুন করে চীনে মানচিত্র প্রকাশ করা হয়েছে যেখানে ভারতের এই অংশগুলিকে চীনের অংশ হিসাবে চিত্রিত করা আছে।
চীনের দাবি অনুযায়ী অরুণাচল প্রদেশের এই এলাকাগুলি চীনের অংশ হিসাবে এর ঐতিহাসিক ও প্রশাসনিক দুই ভিত্তি রয়েছে। ২০২১ সালে ভারত চীনের এরূপ দাবি নাকচ করে দিয়েছিল। তবে এই নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত চীনের পদক্ষেপের কোনরকম প্রতিক্রিয়া প্রকাশ করেনি ।অরুণাচল প্রদেশ সর্বদাই ভারতের থাকবে বলে এই আশা করা যায়।