ফ্রান্সে যাচ্ছে চুঁচুড়া র জয়িতা। আগামী মে মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হবে স্কুল জিমন্যাস্টিক। যেখানে গোটা দেশ থেকে ১২ জনকে ডাকা হয়েছে তার মধ্য বাংলা থেকে যাচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্রী জয়িতা মল্লিক। বাংলা থেকে ফ্রান্সে যাওয়া নিয়ে উচ্ছাসিত জয়িতা এবং তার কোচ মৌনী কর্মকার। গত সপ্তাহে চুঁচুড়া পৌরসভা থেকে সম্মানিত করা হয়েছে তাকে।
কিন্তু সব কিছুর মাঝে চিন্তা এক জায়গায় – অর্থাভাব। কোচ মৌনী কর্মকার বলেছেন, মেয়েটা আরও অনেক দূর যাবে যদি অর্থের সাহায্য পায়। এমনকি ঠিক মতন প্র্যাক্টিস করতে পারেনা জায়গার অভাবে। তিনি আরও বলেন যে ,যাও মাঠ রয়েছে তাও দখল থাকে ওখানকার ছেলেদের হাতে তাই অগত্যা রাস্তাতেই প্র্যাক্টিস করতে হয় জয়িতাকে।এখন ফ্রান্সে ডাক আসলে আরও চিন্তা বেড়েছে জয়িতার ।
কষ্টেই দিনকাটে জয়িতার পরিবারের। হুগলির চকবাজারে বাড়ি জয়ন্ত মল্লিক মেলায় খেলনা বিক্রি করে পরিবার চালান, মা অঙ্গনারি তে হেল্পারের কাজ করে। জয়িতার বাবা, মা মেয়ের এমন কাজ দেখে আনন্দে উচ্ছাসিত।তারা বলছেন , ওর জেদ আজকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে।ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল বড়ো জিমন্যাস্ট হবে,সেই স্বপ্নের পথে প্রথম পা বাড়িয়েছে তাদের মেয়ে।দরিদ্র পরিবারের মেয়ে, এক বড় সপ্ন নিয়ে যাচ্ছে, সফল সে হবেই।