5 শতাংশ থেকে বাড়িয়ে 15 শতাংশ বৃদ্ধি পেল টোল ট্যাক্স দূরত্ব কম হলে ট্যাক্স দিতে হবে 10%। 1লা এপ্রিল থেকে এই নিয়ম চালু করেছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI)। 1লা এপ্রিল থেকে হাইওয়ে ও এক্সপ্রেস ওয়ে তে যান চলাচলের জন্য দিতে হবে বেশি ট্যাক্স। গত কয়েবছরের মধ্যে এক্সপ্রেস ওয়ে এবং হাইওয়েতে যান চলাচল অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যান চলাচলের এই বৃদ্ধির কথা মাথায় রেখে NHAI এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। NHAI জানিয়েছে এর ফলে হাইওয়ে এবং এক্সপ্রেস ওয়েতে ট্র্যাফিক অনেকটাই কম হবে।
NHAI জানিয়েছে দিল্লি এবং হাপুরের মধ্যে এক্সপ্রেস ওয়েতে গাড়ি চালানোর জন্য ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে 6.45 শতাংশ।কুন্ডলি, গাজিয়াবাদ এবং পালওয়াল মধ্যের এক্সপ্রেসওয়েতে টোল বাড়ানো হয়েছে ৫ থেকে ৭ শতাংশ। NHAI এর নির্ধারণ করা নতুন টোল ট্যাক্স অনুযায়ী এখন কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে সর্বনিম্ন ৯৫ টাকা কর দিতে হবে। অন্যদিকে কুন্ডলি থেকে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে পর্যন্ত সর্বনিম্ন টোল হবে ৩৫ টাকা। একই সময়ে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে ন্যূনতম টোল ট্যাক্স এখন বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। এই কর দিতে হবে শুধু মাত্র চার চাকা গাড়ি গুলি কে।
গত কয়েক বছরে এক্সপ্রেস ওয়ে এবং হাইওয়েতে যান জট অনেক হারে বৃদ্ধি পেয়েছে। এই টোল ট্যাক্স বাড়ানোর কারণ হিসেবে বলা হচ্ছে এর ফলে এক্সপ্রেস ওয়ে এবং হাইওয়েতে যান জট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।