গত ২০শে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনবরত যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে ইউক্রেন আক্রমণের জন্য আমেরিকা – ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে একের পর এক আর্থিক অবরোধের নিষেধাজ্ঞা জারি করেছে। ফলত এই মুহূর্তে রাশিয়া ভারতের কাছে তেল ও গ্যাস বিনিয়োগের বৃদ্ধির প্রস্তাব রেখেছে। যার পরিপেক্ষিতে রাশিয়া বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক আরো শক্ত করতে চেয়েছে। তবে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলি যেখানে রাশিয়ার বিরুদ্ধে কথা বলছে সেই পরিস্থিতিতে দাড়িয়ে ভারত এই প্রস্তাবে কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার বিষয়।
বিভিন্ন আর্থিক অবরোধের চাপে রাশিয়া এখন সংকটে জর্জরিত। আমেরিকা রাশিয়ার তেল আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানি কারি দেশ হলো রাশিয়া । বিশেষজ্ঞরা মনে করেন এই অবরোধের ফলে আন্তর্জাতিক স্তরে অশোধিত তেলের দাম ভয়ংকর জায়গায় যেতে পারে।
সূত্রের খবর ভারতের উদ্দেশ্যে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক একটি বিবৃতিতে বলেছেন – ” ভারতে রাশিয়ার তেল ও পেট্রো পণ্যের রফতানি ১০০ কোটি ডলারের কাছাকাছি পৌছেছে। এই অঙ্ক আরো বাড়ানোর সুযোগ রয়েছে।আমরা আমদের তেল ও গ্যাসের ক্ষেত্রে ভারতের আরো বিনিয়োগ পেতে আগ্রহী। আর ভারতে আমাদের পণ্যের বিক্রির পরিকাঠামো বাড়াতে ইচ্ছুক।”
এই চাঞ্চল্যকর মুহূর্তে ভারত কি রাশিয়ার প্রস্তাবে রাজি হবে নাকি এই প্রস্তাব খারিজ করবে সেই সিদ্ধান্ত অত্যন্ত জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কারণ দেখা যাচ্ছে বহু বছর ধরে বহুল পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে ভারতে আসছে। এছাড়াও ভারতের তেল – গ্যাস সংস্থা গুলির অংশীদারি রয়েছে রাশিয়ার ক্ষেত্রগুলোতে। অন্যদিকে আমেরিকার সহ বহু পশ্চিমের দেশের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই ভারত এই বিষয়ে কতটা আগ্রহী হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়।