বিশ্বস্তরে অনুষ্ঠিত প্রতিটি সম্মেলন এবং সংগঠনে চীন শান্তি বজায় রাখার কথা বললেও ভারত এবং চীন সীমান্ত অঞ্চলে চিনা সৈন্য দখল করে রেখেছে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা।
বিগত কয়েক বছর ধরেই টহলদারি এলাকাও তারা নিজেরা দখল করে রেখেছে এমনটাই দাবি ভারতের। এই প্রসঙ্গে G২০ সম্মেলন সংক্রান্ত আলোচনার ফাঁকে চীনের বিদেশ মন্ত্রী কিন গ্যাংয়ের ও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পার্শ্ববর্তী বৈঠক করেন । সীমান্তে শান্তি ফেরানো নিয়ে প্রায় ৪৫ মিনিট আলোচনা করেন ।
আলোচনা পরবর্তী সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী জানান যে চিনা মন্ত্রী কিন গ্যাংয় দায়িত্ব-এ আসার পর তার সঙ্গে এই প্রথম বৈঠক । এবং ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থতি এবং তা উন্নত করার লক্ষ্যেই এই বৈঠক।
প্রায় ৩ বছর আবার কোনো চীন মন্ত্রী ভারত সফরে এলেন। ভারত সফরের আগে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন গ্যাংয় । এবং সুস্থ সম্পর্ক তৈরির দিকে জোর দিতে চেয়েছেন। এর আগে ২০২০ সালে লাদাখের গালওয়ানে চীনের আগ্রাসনের ফলে ভারত চীনের মধ্যেকার সম্পর্কে দ্বন্দ্ব শুরু হয়। নিয়ন্ত্রন রেখায় শান্তি স্থাপনে দুই দেশের মধ্যে বৈঠক চলা সত্বেও অরুণাচল প্রদেশে ফের আগ্রাসন ঘটায় চীন। এই পরিস্থিতিতে এই দুই দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠক একান্ত প্রয়োজনীয়।