সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর মঙ্গলবার ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। এদিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছিলেন সুনীলদের হেডকোচ ইগর স্টিমাচ। নরেন্দরের পরিবর্তে ফিরেছিলেন সন্দেশ ঝিঙ্ঘান। রোশনের জায়গায় সুযোগ পেয়েছিলেন চিঙলেনসানা।
লিস্টন কোলাসোর পরিবর্তে প্রথম একাদশে খেলেন উদান্তা সিং। মঙ্গলবার ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সুনীল ছেত্রীর দল। তবে ১০ মিনিটও সেই মনোভাব ধরে রাখতে পারেননি ভারতীয় ফুটবলাররা। ১০ মিনিটের পর থেকেই ম্যাচে ক্রমশ আধিপত্য বিস্তার করতে থাকে ভিয়েতনাম। ফলস্বরূপ ৩-০ ব্যবধানে হারের মুখ দেখতে হয় ভারতকে। এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় সেন্টার লাইনের কাছ থেকে ভিয়েতনামের হো তান তাইয়ের নেওয়া শট কর্নারের বিনিময় প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং। সেই কর্নার থেকেই ভিয়েতনামকে এগিয়ে দেন ফ্যান ভান ডাচ। প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভিয়েতনাম।
দ্বিতীয়ার্ধে ভিয়েতনাম আক্রমণের ঝাঁজ বাড়ায়। ফলস্বরূপ ৪৯ মিনিটে আনোয়ার আলির ভুলের মাশুল দিতে হয় ভারতকে। ভিয়েতনামের হয়ে ভ্যান টোয়ান ব্যবধান দ্বিগুণ করেন। এর পর ম্যাচের ৭১ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ভ্যান কুয়েত। এদিন ভিয়েতনামের খেলোয়াড়দের বিরুদ্ধে গতিতেই পেরে উঠছিল না ভারত। রক্ষণ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছিল স্টিমাচের ছেলেদের। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে শেষবার ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল মেন ইন ব্লাক ব্রিগেড। হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। মাঝে এক যুগ কেটে গিয়েছে। এদিন ভারতের হারের পর এশিয়া কাপে সুনীলদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীলরা যদি এখনই ভুল শুধরতে না পারেন তাহলে এশিয়ান কাপে ভারতের কপালে দুঃখ আছে তা বলার অপেক্ষা রাখে না।