বৃহস্পতিবার রাতে হরিয়ানার আম্বালায়, আম্বালা- দিল্লি- জম্মু জাতীয় সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি বাসে ধাক্কা মারে, এই ভয়াবহ বাস দুর্ঘটনায় একই পরিবারের মৃত ৭ জন ও ২০ জন আহত হয়েছেন।
মেডিকেল অফিসার কৌশল কুমার জানিয়েছেন, বাসের যাত্রীরা পাঞ্জাবের বাসিন্দা। তারা জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে বাসে করে পুজো দিতে যাচ্ছিলেন একই পরিবারের প্রায় ২০-৩০ জন। জানা গিয়েছে ট্রাকটির ড্রাইভার মাতাল অবস্থায় ছিলেন এবং অসাবধানতাবশত তিনি মিনি বাসটিকে ধাক্কা মারেন। এক আহত জানান ঘটনার পর ট্রাক ড্রাইভার নিজের ট্রাক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।হঠাৎ এই ধাক্কার জেরে বাসের সামনের অংশটি ভেঙে দুমড়ে যায়, দুর্ঘটনাস্থল থেকে আহতদের আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৭ জন মৃত ঘোষনা করা হয় এবং এই মৃতদের মধ্যে ৬ মাসের একটি শিশুরও মৃত্যু হয়েছে। বাকি ২০ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আপাতত নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই ট্রাক ড্রাইভারের এখন খোঁজ চালাচ্ছে পুলিশ।