দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা মাথায় বইয়ের স্তুপ নিয়ে যেতে বাধ্য হয়। শিক্ষার্থীদের প্রধান শিক্ষকরা একটি সরকারি অফিস থেকে বই নিয়ে যেতে বলেছিল বলে অভিযোগ। ঘটনাটি বিহারের সমষ্টিপুট জেলায় ঘটেছে ।সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্তিপুরের হনুমাননগর এবং নারায়ণপুরের মিডল স্কুলের ছাত্রদের এ কাজে বাধ্য করিয়েছিলেন দুই স্কুলের প্রধানশিক্ষক যথাক্রমে সুচিত্রা রেখা রাই এবং সুরেশ পাসওয়ান।
শিক্ষার্থীরা বোঝা নিয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। একজন শিক্ষক অভিযোগ করেছেন যে স্কুলের প্রধান শিক্ষক তাদের শিক্ষার্থীদের মাধ্যমে বই পাঠাতে বলেছিলেন। অন্য একজন শিক্ষক বলেন যে তারা এখন বৃদ্ধ এবং তাই তারা শিক্ষার্থীদের বই বহন করতে বলেছেন।
ঘটনার কথা প্রকাশ্যে আসার পর ব্লক আধিকারিকের কাছে এর কারণ জানাতে বলেন জেলা শিক্ষা আধিকারিক। ২৩ সেপ্টেম্বর এই মর্মে ব্লক আধিকারিককে একটি চিঠিও দেন তিনি। গোটা ঘটনায় দুই প্রধানশিক্ষককে সাসপেন্ড করেছেন জেলা কর্মসূচি আধিকারিক।