একের পর এক বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসছে ৷ এগরা , বজবজের পর ফের আরও একবার বাজি বিস্ফোরণের ঘটনার সম্মুখীন হলো মালদহবাসী । ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের এক বাজির দোকানে । মঙ্গলবার ভোরে মালদায় বাজির গুদামে বিকট আওয়াজ ও ধোঁয়া বেরতে দেখে স্থানীয়রা ৷ এই বাজির গুদামটি অবস্থিত নেতাজি পৌরবাজারে । মঙ্গলবার ভোর ৭ টা নাগাদ স্থানীয়রা হঠাৎই বিকট আওয়াজ শুনতে পায় গুদামটি থেকে । তখন গুদামটির সাটার নামানো ছিল । স্থানীয়রা আওয়াজ পেয়ে গুদামটির সামনে গিয়ে দেখে , গুদামটির বন্ধ সাটারের নিচ থেকে ধোয়া বেরোচ্ছে । মানুষজন তা দেখে তৎক্ষণাৎ দমকলে খবর দিলে ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে বাজি গোডাউনের সাটারটি খুলে দেখে দাউদাউ করে সেখানে আগুন জলছে, অতঃপর সেখান থেকে দুই ব্যক্তির ঝলসানো মৃত দেহ উদ্ধার করেন তারা । আহত আরো তিন । মৃত ব্যক্তিদের নাম রাজু ঋষি ও গণেশ কর্মকার । জানা গেছে এনারা দুজন ভ্যানচালক । রোজকারের মতনই মঙ্গলবার সকালে বাজি গোডাউনে কার্বাইডের জার রাখার কাজ করছিলেন তারা ৷ আর তখনি আগুন লেগে যায় বাজি গোডাউনে আর তার জেরেই ঝলসে যায় রাজু ঋষি ও গণেশ কর্মকারের গোটা দেহ । এরপর ঘটনাস্থলে পৌছায় পুরসভার চেয়ারম্যান আর ওয়ার্ডের কাউন্সিলার। নেতাজি কমার্শিয়াল মার্কেট থেকে ইংরেজবাজার পুরসভা ও রথবাড়ি পুলিশ স্টেশনের দূরত্ব যথাক্রমে ৩৫০ মি ও ১০০মি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় কীভাবে কার্বাইড মজুত করা হল? কীভাবে বাজি মজুতের লাইসেন্স রিনিউ না করেও রমরমিয়ে বাজির দোকান চলছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন।