সদ্য মুক্তি পাওয়া আদি পুরুষের ব্যর্থতার পর ফের সামনে এলো প্রভাসের পরবর্তী ছবি সালারের ট্রিজার। এর আগে আদিপুরুষের ভি এফ এক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল তাকে কিন্তু এই সমস্ত কিছুকে পিছনে ফেলে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত অভিনেতা।
আজ বৃহস্পতিবার সকালেই মুক্তি পেল সালারের ট্রিজার শুধুমাত্র ইউটিউবেই নয় অভিনেতারা নিজেদের সোশ্যাল মিডিয়াতেও এই ট্রিজার দর্শকদের মধ্যে শেয়ার করেছেন। এই সিনেমার পরিচালক কেজিএফ খ্যাত প্রশান্ত নিল ।তার দাবি এই ছবিতে কেজিএফের থেকে অনেক বেশি একশন সিন অপেক্ষা করছে সিনেমাপ্রেমীদের জন্য। এছাড়াও এই ট্রিজারে দেখা গিয়েছে টিন্নু আনান্দ , শ্রুতি হাসান ,পৃথ্বীরাজ সুকুমানন, জগগতি বাবুর মত বড় অভিনেতাদের।
নির্মাতাদের দাবি, এটা হবে সালারের প্রথম পর্ব এই পর্বের নাম হবে সিজফায়ার । সিনেমাটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। আপাতত ইউটিউবে আধ ঘন্টার মধ্যেই ২৩ মিলিয়ন ভিউস দ্বারা দর্শকরা নিজেদের উৎসাহ দেখিয়েছে, এবার এটাই দেখার পালা নির্মাতারা কি আদেও দর্শকের চাহিদা পূরণ করতে পারবে নাকি আবারো আদি পুরুষের মতোই ব্যর্থতার সম্মুখীন হবে প্রভাস।